ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ি (মারকাযুল্লাহ) বলেছেন, “নিশ্চয়ই আমরা কোনো সন্দেহ করি না যে ‘إِنَّ وَعْدَ اللّهِ حَقّ’ — আল্লাহর প্রতিশ্রুতি সত্য।
আর যারা আল্লাহর প্রতিশ্রুতিতে দৃঢ় বিশ্বাস রাখে না, ‘وَلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِينَ لَا يُوقِنُونَ’ — তারা যেন তাদের নেতিবাচক চিন্তাভাবনা দিয়ে তোমাকে দুর্বল বা বিভ্রান্ত করতে না পারে।
ইনশাআল্লাহ, চূড়ান্ত ও খুব দূরের নয় এমন বিজয় হবে ফিলিস্তিনের জনগণ ও ফিলিস্তিনেরই।”
[ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ১৪০২/০৮/১০]
فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِينَ لَا يُوقِنُونَ ﴿۶۰﴾
অতএব ধৈর্য ধরো, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং যারা নিশ্চিত নয় তারা যেন তোমাকে উদাসীন না করে।
পবিত্র কুরআনের সূরা রূমের ৬০ নম্বর আয়াতের তিলাওয়াত 4309511#